25.5 C
Sylhet Division
Wednesday, July 15, 2020

করোনা: দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩৮০৯, মৃত্যু ৪৩

দেশে ২৪ ঘন্টায় নতুন করে ৩৯৪৬ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও ৩৯ মৃত্যু হয়েছে।

রোববার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশের ৬৫টি ল্যাবের ১৮ হাজার ৯৯টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৮০৯ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৩৭ হাজার ৬০৬ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮. ৮৭ শতাংশ।

ডা. নাসিমা জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৭৩৮ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১২ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে ১২ জন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ১ হাজার ৪০৯ জন রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ৫৫ হাজার ৭২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৪ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আরো পড়ুন: সিলেটে করোনা আক্রান্ত বেড়ে ৪১৫৩ জন

বিশ্ব পরিস্থিতি

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৯ লাখ ৫৩ হাজার ৩৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ১৭৮ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। রবিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ১৩ হাজর ৬৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ হাজারেরও বেশি মানুষের।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ২৬ হাজার ৭৭৯ জনে এবং মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ।

এদিকে, এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৮৫ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৩৯ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সর্বশেষ সংবাদ

অবশেষে করোনামুক্ত হলেন মাশরাফি

অবশেষে করোনামুক্ত হলেন লাল-সবুজের কিংবদন্তী ক্রিকেটার, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক, সাংসদ মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় দফা...

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ করোনায় আক্রান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...

করোনায় গোয়াইনঘাটে আরও এক বৃদ্ধের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসকান্দর আলী (৬৫) নামে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার...

করোনা ভাইরাস: দেশে আরও ৩৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৩১৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করোনা...

সম্পর্কিত খবর

অবশেষে করোনামুক্ত হলেন মাশরাফি

অবশেষে করোনামুক্ত হলেন লাল-সবুজের কিংবদন্তী ক্রিকেটার, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক, সাংসদ মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় দফা...

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ করোনায় আক্রান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...

করোনায় গোয়াইনঘাটে আরও এক বৃদ্ধের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসকান্দর আলী (৬৫) নামে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার...

করোনা ভাইরাস: দেশে আরও ৩৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৩১৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করোনা...