25.9 C
Sylhet Division
Wednesday, July 15, 2020

আজ শনাক্ত লাখ ছাড়াল, ৩৮ জনের মৃত্যু

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরুর ১০২তম দিনে এসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়াল। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৩ জন শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ২৯২ জন। একই সময়ে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন আরও ৩৮ জন। ফলে এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১ হাজার ৩৪৩ জন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া এই সময়ে আরও ১ হাজার ৯৭৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ৪০ হাজার ১৬৪ জন।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেরা ওঠা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ নিজেও এদিন বুলেটিনে যুক্ত ছিলেন। তিনি বলেন, করোনাভাইরাসের এ সঙ্কট দুই থেকে তিন বছরও চলতে পারে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে।

প্রথম রোগী শনাক্তের ২৮দিন পর ৬ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়ায়। ১৪ এপ্রিল এক হাজার ছাড়ায় শনাক্ত রোগী। এরপর ৪ মে ১০ হাজার, ১৫ মে ২০ হাজার এবং ২ জুন পঞ্চাশ হাজার ছাড়িয়েছিল শনাক্ত রোগীর সংখ্যা। পরের ১৬ দিনেই শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়াল।

বুলেটিনে জানানো হয়, নতুন করে মৃত্যু হওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী সাত জন। বয়স বিবেচনায় ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন রয়েছেন। স্থান বিবেচনায়, ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে দুই জন এবং বরিশাল, ময়মনসিংহ ও রংপুরের একজন করে রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৪ জন এবং বাড়িতে মারা গেছেন ১৪ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৬৭৪ জন আর ছাড় পেয়েছেন ৪০০ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ১৭ হাজার ৮৭১ জন এবং ছাড় পেয়েছেন ছয় হাজার ৮৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ২৬ জন। দুই হাজার ৮২১ জন নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৬২ হাজার ৭০৬ জন।

সর্বশেষ সংবাদ

অবশেষে করোনামুক্ত হলেন মাশরাফি

অবশেষে করোনামুক্ত হলেন লাল-সবুজের কিংবদন্তী ক্রিকেটার, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক, সাংসদ মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় দফা...

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ করোনায় আক্রান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...

করোনায় গোয়াইনঘাটে আরও এক বৃদ্ধের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসকান্দর আলী (৬৫) নামে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার...

করোনা ভাইরাস: দেশে আরও ৩৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৩১৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করোনা...

সম্পর্কিত খবর

অবশেষে করোনামুক্ত হলেন মাশরাফি

অবশেষে করোনামুক্ত হলেন লাল-সবুজের কিংবদন্তী ক্রিকেটার, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক, সাংসদ মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় দফা...

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ করোনায় আক্রান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...

করোনায় গোয়াইনঘাটে আরও এক বৃদ্ধের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসকান্দর আলী (৬৫) নামে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার...

করোনা ভাইরাস: দেশে আরও ৩৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৩১৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করোনা...