30.4 C
Sylhet Division
Thursday, August 13, 2020

সিলেটে কোরবানির পশুর চামড়ার দাম ২৮-৩২ টাকা

এবার চামড়ার দাম গতবারের চেয়ে কম

সিলেটে কোরবানির পশুর চামড়ার দাম ২৮-৩২ টাকা। গতবছর ন্যায্য দাম না পেয়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কোরবানির চামড়া গর্ত করে পুঁতে ফেলেন মৌসুমী ব্যবসায়ীরা।
গতবছর ন্যায্য দাম না পেয়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কোরবানির চামড়া গর্ত করে পুঁতে ফেলেন মৌসুমী ব্যবসায়ীরা।

ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য দাম ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খাসির চামড়া ১৩ থেকে ১৫ টাকা এবং বকরির চামড়ার দাম ১০ থেকে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। পশু ও আকারভেদে এবার চামড়ার দাম গতবারের চেয়ে কম।

রোববার (২৬ জুলাই) এক ভার্চুয়াল মাধ্যমে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত সভায় এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি জানান, ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৩৫ থেকে ৪০ টাকায়; ঢাকার বাইরে এর দাম হবে ২৮ থেকে ৩২ টাকা। যা গত বছর ঢাকায় ছিল ৪৫ থেকে ৫০ টাকা ও ঢাকার বাইরে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। সে হিসেবে ঢাকায় দাম কমেছে ১০ টাকা ও ঢাকার বাইরে দাম কমেছে ৮ টাকা।

বাণিজ্যমন্ত্রী আরো জানান, সারা দেশে খাসির চামড়া ১৩-১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর যা ছিলো ১৮-২০ টাকা। পাশাপাশি বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ টাকা, যা গত বছর ছিল ১৩-১৫ টাকা

এবার লবণ দেওয়া ছাড়া কোরবানির পশুর কোনো চামড়া ঢাকায় নিয়ে আসা যাবে না বলে হুঁশিয়ার করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া চামড়া পাচার ঠেকাতেও সরকারের কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গত বছরের চেয়ে এবার দাম কিছুটা কমানো হয়েছে।

এ সময় রাত ১০টার পর সারাদেশে সব ধরনের কাঁচা চামড়া কেনাবেচা নিষিদ্ধ করার পাশাপাশি ঈদের দিন রাতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় চামড়ার প্রবেশ ঠেকানোর দাবি জানান ট্যানারি মালিকরা।

উল্লেখ্য, গত বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সারাদেশে খাসির চামড়া ১৮-২০ টাকা, বকরির ১৩-১৫ টাকা নির্ধারণ করা হয়।

সর্বশেষ সংবাদ

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। বুধবার (০৫ আগস্ট)...

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শ্রীমঙ্গলে কোভিডে একজনের মৃত্যু

মৌলভীজারের শ্রীমঙ্গলে কোভিডে আক্রান্ত হয়ে রফিকুর রশীদ চৌধুরী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টার...

এ বিভাগের আরো খবর

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শামসুদ্দিনে কোভিডে বড়লেখার একজনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোভিডে আক্রান্ত বড়লেখার আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বড়লেখা উপজেলায় মারণ ভাইরাস...

ওসমানীনগরে ৫ হাজার টাকার জন্য যুক্তরাজ্য প্রবাসী মহিলা খুন

সিলেটের ওসমানীনগরে রহিমা বেগম আমিনা নামে যুক্তরাজ্য প্রবাসী সেই মহিলাকে মাত্র ৫ হাজার টাকার জন্য খুন করা...

গোয়ালাবাজারে যুক্তরাজ্য প্রবাসী মহিলার গলা কাটা লাশ উদ্ধার

সিলেটের গোয়ালাবাজারে রহিমা বেগম আমিনা (৭০) নামে এক যুক্তরাজ্য প্রবাসী বৃদ্ধা মহিলার গলা কাটা লাশ উদ্ধার করেছে...