26.2 C
Sylhet Division
Saturday, August 15, 2020

অবশেষে করোনামুক্ত হলেন মাশরাফি

অবশেষে করোনামুক্ত হলেন মাশরাফি

অবশেষে করোনামুক্ত হলেন লাল-সবুজের কিংবদন্তী ক্রিকেটার, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক, সাংসদ মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় দফা নমুনা পরীক্ষায় করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে মাশরাফি বিন মর্তুজার। শনাক্ত হওয়ার ২৪ দিনের মাথায় করোনা জয় করে সেরে উঠলেন তিনি।

তবে মাশরাফির রিপোর্ট নেগেটিভ এলেও তার স্ত্রী সুমনা হক সুমির রিপোর্টে আবারও করোনা পজিটিভ এসেছে ।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা ২১ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব তথ্য জানান মাশরাফি।

জানা গেছে, গত পরশু রোববার (১২ জুলাই) করোনার ফলোআপ নমুনা পরীক্ষা করাতে দ্বিতীয়বার নমুনা জমা দিয়েছিলেন জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি। আজ মঙ্গলবার (১৪ জুলাই) তিনি জানতে পারলেন, তার দ্বিতীয়বার ফলোআপ পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।

মাশরাফির ফেসবুক স্ট্যাটাস সিলেট টুডে’র পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি। বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস…

Posted by Mashrafe Bin Mortaza on Tuesday, July 14, 2020

এর আগে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে গত ১৯ জুন কোভিড-১৯ পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে নমুনা দেন মাশরাফি। পরদিন ২০ জুন জানতে পারেন, তার নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। মাশরাফির পর করোনায় আক্রান্ত হন তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা ও স্ত্রী সুমনা হক সুমি। আক্রান্ত হওয়ার ৯ দিন পরে প্রথমবার ফলোআপ পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন দেশ সেরা অধিনায়ক। তবে সেবারও রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছিল।

সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ মতিউর রহমান মতি (২৬) নামের একজন মারা গেছেন। শুক্রবার...

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে আজমল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩...

ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেটের ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

এ বিভাগের আরো খবর