28.2 C
Sylhet Division
Sunday, August 9, 2020

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়াল, মৃত্যু ৬৭

৪৮ ঘণ্টায় সাতজনের প্রাণহানি

সিলেটে করোনা আক্রান্ত চার হাজার ছাড়াল, মৃত্যু ৬৭

গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ১৮৭ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪৭ জন। চল্লিশজনের ফলোআপ নমুনা পরীক্ষায় আবারও পজেটিভ আসে। একই সময়ে বিভাগে এই রোগে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছিল ৩ জনেন। অর্থাৎ ৪৮ ঘণ্টায় সিলেটে (আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ঘটলো সাতজনের প্রাণহানি। গত ৫ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ শনিবার (২৭ জুন) সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ৫৮ । এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৪ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৯৮০ জন।

শনিবার (২৭ জুন) কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১৪৮ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। ফলে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো চার হাজার ৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ১৮০ জন, সুনামগঞ্জে ৯২৭ জন, হবিগঞ্জে ৫৩৭ জন ও মৌলভীবাজারে ৪১৪ জন। 

করোনা রোগে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে বর্তমানে ২৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৮৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ১০০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬৩ জন ও মৌলভীবাজার জেলার হাসপাতালে ৬ জন। 

এদিকে সিলেট বিভাগে আগে থেকেই কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ১০ জন শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। সিলেট বিভাগে সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ৯৭০ সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১০ জন, সুনামগঞ্জে ৩২২ জন, হবিগঞ্জে ১৮৮ জন ও মৌলভীবাজারে ১৫০ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন ৩২ জন।

জানা গেছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫২ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন ও হবিগঞ্জে ছয়জন। গত ২৪ ঘন্টায় সিলেট জেলার দুইজন এবং হবিগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। 

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট টুডেকে বলেন, একদিনে ঢাকা ও সিলেটের দুটি ল্যাবে নতুন করে সারা বিভাগে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে করোনা রোগে আক্রান্ত সিলেট জেলার ৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। বুধবার (০৫ আগস্ট)...

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শ্রীমঙ্গলে কোভিডে একজনের মৃত্যু

মৌলভীজারের শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত হয়ে রফিকুর রশীদ চৌধুরী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। কোভিডে মারা যাওয়া ব্যক্তি...

এ বিভাগের আরো খবর

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। বুধবার (০৫ আগস্ট)...

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শ্রীমঙ্গলে কোভিডে একজনের মৃত্যু

মৌলভীজারের শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত হয়ে রফিকুর রশীদ চৌধুরী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। কোভিডে মারা যাওয়া ব্যক্তি...