28.2 C
Sylhet Division
Sunday, August 9, 2020

হবিগঞ্জের ১৭ জন নমুনা দেওয়ার ১৯ দিন পর জানলেন তারা করোনা পজেটিভ

হবিগঞ্জের ১৭ জন নমুনা দেওয়ার ১৯ দিন পর জানলেন তারা করোনা পজেটিভ। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষা শেষে আজ রোববার তাদের জানানো হয়েছে ফলাফল। বিষয়টি নিশ্চিত করেছে আজ রোববার স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, গত ৯ জুন এই ১৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠানো হয়েছিল। আজ রবিবার ১৯ দিন পর জানানো হয়, তারা করোনা পজিটিভ। সাধারণত, আক্রান্ত হওয়ার ১৪ দিন পর রোগী সুস্থ হয়ে ওঠেন। ১৪ দিন পর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু হবিগঞ্জের এই ১৭ জনের ফলাফল জানতেই সময় লেগেছে ১৯ দিন। এর মধ্যে তারা সুস্থ হয়ে ওঠেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, নতুন ১৭ জন শনাক্ত হওয়াদের মধ্যে সদরের ৫ জন, মাধবপুরের ৭ জন, চুনারুঘাটের ১ জন, নবীগঞ্জের ৩ জন ও আজমিরীগঞ্জের ১ জন রয়েছেন।

এ নিয়ে হবিগঞ্জে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৪ জনে।

সিভিল সার্জন সংবাদমাধ্যমকে জানান, হবিগঞ্জ থেকে এক দিন পর পর ঢাকায় নমুনা পাঠানো হয়। কিন্তু দেরি হয় ফলাফল পেতে। ঢাকায় প্রায় ১৫শ’ নমুনা জমা আছে। এর মধ্যে কিছু ফলাফল আজ এসেছে।

এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৭০ জন।

সর্বশেষ সংবাদ

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। বুধবার (০৫ আগস্ট)...

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শ্রীমঙ্গলে কোভিডে একজনের মৃত্যু

মৌলভীজারের শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত হয়ে রফিকুর রশীদ চৌধুরী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। কোভিডে মারা যাওয়া ব্যক্তি...

এ বিভাগের আরো খবর

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। বুধবার (০৫ আগস্ট)...

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

নবীগঞ্জে ঈদের রাতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের রাতে ছালেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত...