28.2 C
Sylhet Division
Sunday, August 9, 2020

করোনা: ২৪ ঘন্টায় সিলেটে আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ১৬২

করোনা: ২৪ ঘন্টায় সিলেটে আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ১৬২

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের তিন জেলায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে আরও ১৬২ জনের দেহে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সকাল পর্যন্ত বিভাগে ৫ হাজার ২৬২ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিলেটে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে বিভাগে মৃত্যু দাঁড়িয়েছে ৮৯ জনে।

সোমবার (৬ জুলাই) কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ সোমবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনাক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ২৬২ জনে দাঁড়িয়েছে। আরও ২ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩৬ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে আরও ১৬২ জনের দেহে পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৫১ জন, সুনামগঞ্জ জেলার ৩০ জন, হবিগঞ্জ জেলার ৪৬ জন এবং মৌলভীবাজার জেলার ৩৫ জনের করোনা শনাক্ত হয়। ফলে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫২৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৮০৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯২ জন, হবিগঞ্জে ৮০৪ জন ও মৌলভীবাজারের ৫৫৭ জন রয়েছেন।

জানা গেছে, ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭০ জন, মৌলভীবাজারে ছয়জন, সুনামগঞ্জে সাতজন ও হবিগঞ্জে ছয়জন। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেট জেলার ২ জনের মৃত্যু এবং মৌলভীবাজার জেলার একজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ২৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৯৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭৩ জন ও মৌলভীবাজার জেলার হাসপাতালে ২২ জন।

এদিকে সিলেট বিভাগে আগে থেকেই কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ১০৪ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া মোট ১ হাজার ৮০২ সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৫৪৭ জন, সুনামগঞ্জে ৬৫৬ জন, হবিগঞ্জে ৩১৭ জন ও মৌলভীবাজারে ২৮২ জন।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট টুডেকে বলেন, একদিনে ঢাকার ও সিলেটের ল্যাব মিলিয়ে নতুন করে আরও ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলায় দুই জন ও মৌলভীবাজের একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। এদের মধ্যে মারা গেছে ২ হাজার ৫২ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭২ হাজার ৬২৫ জন।

সর্বশেষ সংবাদ

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। বুধবার (০৫ আগস্ট)...

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শ্রীমঙ্গলে কোভিডে একজনের মৃত্যু

মৌলভীজারের শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত হয়ে রফিকুর রশীদ চৌধুরী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। কোভিডে মারা যাওয়া ব্যক্তি...

এ বিভাগের আরো খবর

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। বুধবার (০৫ আগস্ট)...

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শ্রীমঙ্গলে কোভিডে একজনের মৃত্যু

মৌলভীজারের শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত হয়ে রফিকুর রশীদ চৌধুরী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। কোভিডে মারা যাওয়া ব্যক্তি...