26.2 C
Sylhet Division
Saturday, August 15, 2020

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু, নতুন শনাক্ত ৭৩

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু, নতুন শনাক্ত ৭৩

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের দুই জেলা সিলেট ও সুনামগঞ্জে আরও ৭৩ জনের দেহে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সকাল পর্যন্ত বিভাগে ৫ হাজার ৪৫৪ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিলেটে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে বিভাগে মৃত্যু দাঁড়িয়েছে ৯৪ জনে।

বুধবার (৮ জুলাই) কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ আজ বুধবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনাক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ১৩৫ জনে দাঁড়িয়েছে। আরও ২ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪০ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে আরও ৭৩ জনের দেহে পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৫৮ জন সুনামগঞ্জ জেলার ১৫ জনের করোনা শনাক্ত হয়। ফলে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫৪৫৪ জন। ৫ হাজার ৪৫৪ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৯২৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ১১৮ জন, হবিগঞ্জে ৮৩৪ জন ও মৌলভীবাজারের ৫৭৫ জন রয়েছেন।

জানা গেছে, ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৪ জন, মৌলভীবাজারে ছয়জন, সুনামগঞ্জে আটজন ও হবিগঞ্জে ছয়জন। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেট জেলার ২ জনের মৃত্যু এবং সুনামগঞ্জ জেলার দুইজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ২৩৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১০২ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ৪০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭২ জন ও মৌলভীবাজার জেলার হাসপাতালে ২৫ জন।

এদিকে সিলেট বিভাগে আগে থেকেই কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ৮৬ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া মোট ১ হাজার ৯৮২ সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৫৯১ জন, সুনামগঞ্জে ৭৪৩ জন, হবিগঞ্জে ৩৩৫ জন ও মৌলভীবাজারে ৩১৩ জন।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট টুডেকে বলেন, একদিনে সিলেটের দুই ল্যাব মিলিয়ে নতুন করে আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে আরও চার জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসে আরও ৪৬ মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮৯ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৩৬ জন। বুধবার দুপুর পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন। এদের মধ্যে মারা গেছে ২ হাজার ১৯৭ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮০ হাজার ৮৩৮ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে প্রতিদিনই দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ মতিউর রহমান মতি (২৬) নামের একজন মারা গেছেন। শুক্রবার...

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে আজমল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩...

ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেটের ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

এ বিভাগের আরো খবর

নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ মতিউর রহমান মতি (২৬) নামের একজন মারা গেছেন। শুক্রবার...

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে আজমল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩...

ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেটের ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...