26.2 C
Sylhet Division
Saturday, August 15, 2020

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় আরও ১ মৃত্যু, নতুন শনাক্ত ১১৯

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় আরও ১ মৃত্যু, নতুন শনাক্ত ১১৯

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে আরও ১১৯ জনের দেহে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সকাল পর্যন্ত বিভাগে ৫ হাজার ৫৭৩ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিলেটে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে বিভাগে মৃত্যু দাঁড়িয়েছে ৯৫ জনে।

বৃহস্পতিবার (৯ জুলাই) কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনাক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে। আরও ১ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪১ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে আরও ১১৯ জনের দেহে পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৪০ জন, সুনামগঞ্জ জেলার ১৮ জন, হবিগঞ্জের ২৮ ও মৌলভীবাজার জেলার ৩৩ জনের করোনা শনাক্ত হয়। ফলে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫৫৭৩ জন। ৫ হাজার ৫৭৩ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৯৬৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৩৬ জন, হবিগঞ্জে ৮৬২ জন ও মৌলভীবাজারের ৬০৮ জন রয়েছেন।

জানা গেছে, ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১ জনের। এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৪ জন, মৌলভীবাজারে সাতজন, সুনামগঞ্জে আটজন ও হবিগঞ্জে ছয়জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৌলভীবাজার জেলার একজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ২৪১ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১০০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ৪২ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭৫ জন ও মৌলভীবাজার জেলার হাসপাতালে ২৪ জন।

এদিকে সিলেট বিভাগে আগে থেকেই কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ৬৬ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া মোট ২ হাজার ৪৮ সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬১৭ জন, সুনামগঞ্জে ৭৭৫ জন, হবিগঞ্জে ৩৩৮ জন ও মৌলভীবাজারে ৩১৯ জন।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট টুডেকে বলেন, একদিনে ঢাকার ল্যাব ও সিলেটের দুই ল্যাব মিলিয়ে নতুন করে আরও ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের একজনের জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসে আরও ৪১ মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩৬০ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৬০৭ জন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। এদের মধ্যে মারা গেছে ২ হাজার ২৩৮ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার ৫৪৪ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে প্রতিদিনই দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ মতিউর রহমান মতি (২৬) নামের একজন মারা গেছেন। শুক্রবার...

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে আজমল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩...

ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেটের ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

এ বিভাগের আরো খবর

নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ মতিউর রহমান মতি (২৬) নামের একজন মারা গেছেন। শুক্রবার...

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে আজমল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩...

ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেটের ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...