26.2 C
Sylhet Division
Saturday, August 15, 2020

করোনা ভাইরাস: সিলেটে ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু, নতুন শনাক্ত ১ ‘শ

করোনা ভাইরাস: সিলেটে ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু, নতুন শনাক্ত ১ 'শ

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ। গতকাল সোমবার বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১ ‘শ তিনজন। আজ আরও যোগ হলো চারজন। সবমিলিয়ে এখন বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১ শ’ সাতজন। একই সময়ে বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে এবং মৌলভীবাজারে আরও ১ ‘শ জনের দেহে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত বিভাগে করোনাভাইরাস শনাক্ত হলো ৫ হাজার ৯৯০ জনের মধ্যে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ শ’ চারজন । এছাড়া বর্তমানে ১৮৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে আরও ১০০ জনের দেহে পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৫০ জন, সুনামগঞ্জ জেলার ১৮ জন, হবিগঞ্জের ১১ ও মৌলভীবাজারের ২১ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়। ফলে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫,৯৯০ জন। এই ৫ হাজার ৯৯০ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ১৭৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৯২ জন, হবিগঞ্জে ৯২২ জন ও মৌলভীবাজারের ৭০১ জন রয়েছেন।

জানা গেছে, ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮২ জন, মৌলভীবাজারে আটজন, সুনামগঞ্জে এগারো ও হবিগঞ্জে ছয়জন। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেট জেলার দুইজন ও সুনামগঞ্জের দু’জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ১৮৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৮০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৯ জন ও মৌলভীবাজার জেলার হাসপাতালে ২৭ জন।

এদিকে সিলেট বিভাগে আগে থেকেই কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ১০৪ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া মোট ২ হাজার ৮২৩ সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭২০ জন, সুনামগঞ্জে ৮৮৬ জন, হবিগঞ্জে ৪৩০ জন ও মৌলভীবাজারে ৩৮৭ জন।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট টুডেকে বলেন, একদিনে ঢাকার ল্যাব ও সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগে নতুন করে আরও ১০০ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনাক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৯৯০ জনে দাঁড়িয়েছে। আরও ৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮৯ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৩ জন।

দেশে করোনা পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসে আরও ৩৩ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ১৬৩ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ৯১০ জন। সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। এদের মধ্যে মারা গেছে ২ হাজার ৪২৪ জন। আর আক্রান্ত হয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম দেশে একজনের মৃত্যু হয়। এরপর থেকে প্রতিদিনই দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ মতিউর রহমান মতি (২৬) নামের একজন মারা গেছেন। শুক্রবার...

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে আজমল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩...

ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেটের ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

এ বিভাগের আরো খবর

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে আজমল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩...

ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেটের ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শামসুদ্দিনে কোভিডে বড়লেখার একজনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোভিডে আক্রান্ত বড়লেখার আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বড়লেখা উপজেলায় মারণ ভাইরাস...