30.4 C
Sylhet Division
Thursday, August 13, 2020

করোনা ভাইরাস: সিলেটে ২৪ ঘন্টায় আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ১১২

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ। ২৪ ঘণ্টায় বিভাগে আরও ১১২ জনের দেহে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে মারণ ভাইরাস করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫১৮ জনে। একই সময়ে করোনায় আরও ৩ মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। কোভিডে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়ে উঠেছেন ১১ জন। এছাড়া বর্তমানে ২১০ জন রোগী আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (১৮ জুলাই) কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে আরও ১২২ জনের দেহে পাওয়া গেছে। এদের মধ্যে ৮৬ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ১১ জন এবং হবিগঞ্জের ১৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়। ফলে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬,৫১৮ জন। এই ৬ হাজার ৫১৮ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৬০ জন, হবিগঞ্জে ১ হাজার ৩২ জন ও মৌলভীবাজারের ৮১৭ জন রয়েছেন।

জানা গেছে, ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়ছে। তাই মৃত্যুর সংখা বেড়ে হল ১১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৬ জন, মৌলভীবাজারে দশজন, সুনামগঞ্জে বারোজন ও হবিগঞ্জে আটজন। গত ২৪ ঘন্টায় করোনায় মৌলভীবাজার জেলার দু’জন ও সিলেট জেলায় একজজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ২১০ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৮৮ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৯ জন ও মৌলভীবাজার জেলার হাসপাতালে ২৫ জন।

এদিকে সিলেট বিভাগে আগে থেকেই কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ১১ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া মোট ২ হাজার ৫৫৬ সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭৫৮ জন, সুনামগঞ্জে ৯২২ জন, হবিগঞ্জে ৪৬৭ জন ও মৌলভীবাজারে ৪০৯ জন।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট টুডেকে বলেন, একদিনে ঢাকার ল্যাব ও সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগে নতুন করে আরও ১১২ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এসময়ে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সর্বশেষ সংবাদ

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। বুধবার (০৫ আগস্ট)...

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শ্রীমঙ্গলে কোভিডে একজনের মৃত্যু

মৌলভীজারের শ্রীমঙ্গলে কোভিডে আক্রান্ত হয়ে রফিকুর রশীদ চৌধুরী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টার...

এ বিভাগের আরো খবর

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। বুধবার (০৫ আগস্ট)...

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শ্রীমঙ্গলে কোভিডে একজনের মৃত্যু

মৌলভীজারের শ্রীমঙ্গলে কোভিডে আক্রান্ত হয়ে রফিকুর রশীদ চৌধুরী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টার...