26.2 C
Sylhet Division
Saturday, August 15, 2020

করোনা ভাইরাস: সিলেটে ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু

করোনা ভাইরাস সিলেটে ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু

সিলেটে ২৪ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৪ জনের। মৃত চারজন সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৩৯ জনের। গত একদিনে সিলেট বিভাগে করোনা রোগী হিসবে শনাক্ত আরো ৯০ জন হয়েছেন। এ নিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা হল ৭হাজার ৫৭৮ জন। একই সময়ে করোনায় ইতিমধ্যে আক্রান্ত ৭৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত বিভাগজুড়ে মোট কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৩২৫৬ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ সম্পর্কিত প্রতিদিনকার প্রতিবেদন এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২৪ ঘন্টায় (সোমবার ৮টা থেকে মঙ্গলবার ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯০ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৬, সুনামগঞ্জের ১৮, হবিগঞ্জের ১০ এবং মৌলভীবাজারের ১৬ জন। এ নিয়ে বিভাগজুড়ে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৭৮ জনে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট কোভিড আক্রান্ত ৭ হাজার ৫৭৮ জনের মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৭৬, সুনামগঞ্জে ১ হাজার ৪৩৫, হবিগঞ্জে ১ হাজার ১৩২ এবং মৌলভীবাজার জেলায় ৯৩৫ জন।

২৪ ঘন্টায় (সোমবার ৮টা থেকে মঙ্গলবার ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে ৪ জনের প্রাণহানী ঘটেছে। মৃতরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ চারজনকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৯ জনে। এর মধ্যে ১০৪ জন নিয়ে মৃত্যুর সর্বোচ্চ চূড়ায় আছে সিলেট জেলা, বিভাগের অন্য তিন জেলার মধ্যে যথাক্রমে, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১০ জন।

২৪ ঘন্টায় (সোমবার ৮টা থেকে মঙ্গলবার ৮টা পর্যন্ত) আগে থেকে আক্রান্ত ৭৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ২১ জন, সিলেট জেলায় ১৪ জন ও মৌলভীবাজারে ১৪ জন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৩ হাজার ২৬৫ জন। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৯২ জন, সিলেট জেলায় ১ হাজার ১১ জন, হবিগঞ্জে ৬২২ জন ও মৌলভীবাজারে ৫৩১ জন।

আজ সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৯১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮৪ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজারে ২৫ জন।

সিলেটে গত ৫ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী হিসেবে মৌলভীবাজারের একজনকে শনাক্ত করা হয়। যদিও তিনি উপসর্গ নিয়ে মারা যান এর আগের দিন ৪ এপ্রিল। মৃত্যুর একদিনের মাথায় তার রিপোর্ট আসে, তিনি কোভিড-১৯ পজিটিভ।

দেশে করোনা পরিস্থিতি: গত ২৪ ঘণ্টায় (সোমবার ৮টা থেকে মঙ্গলবার ৮টা পর্যন্ত) সারা দেশে কোভিডে আক্রান্ত আরও ৩৫ জন রোগী মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯৬০ জন। ২৪ ঘণ্টায় আগে থেকে করোনায় আক্রান্ত ১ হাজার ৭৩১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

সারা দেশে সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার জন। আর আগে থেকে আক্রান্ত রোগী করোনা মুক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) সোমবার দুপুরে এক অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

দেশে গত ৮ মার্চ প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ১ম একজনের মৃত্যু হয়। এরপর থেকে প্রতিদিনই দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ মতিউর রহমান মতি (২৬) নামের একজন মারা গেছেন। শুক্রবার...

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে আজমল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩...

ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেটের ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

এ বিভাগের আরো খবর

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে আজমল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩...

ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেটের ওসমানীনগরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

চৌহাট্টায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া এঘটনায় গুরুতর আহত অবস্থায়...

শামসুদ্দিনে কোভিডে বড়লেখার একজনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোভিডে আক্রান্ত বড়লেখার আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বড়লেখা উপজেলায় মারণ ভাইরাস...